গোশত বণ্টনের তরীকা

  • অংশীদারগণ সকলে একান্নভুক্ত হলে গোশত বণ্টনের প্রয়োজন নেই।অন্যথায় বণ্টন করতে হবে।
  • অংশীদারগণ গোশত অনুমান করে বণ্টন করবে না বরং বাটখারা দিয়ে ওজন করে বণ্টন করতে হবে।অন্যথায় ভাগের মধ্যে কমবেশ হয়ে গেলে গোনাহগার হতে হবে। অবশ্য কোন অংশীদার মাথা, পায়া ইত্যাদি বিশেষ কোন অংশ গ্রহণ করলে তার ভাগে গোশত কিছু কম হলেও তা দুরস্ত হবে।কিন্তু যে ভাগে গোশত বেশী সে ভাগে মাথা পায়া ইত্যাদি বিশেষ অংশ দেয়া যাবে না।
  • অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গোশত দান করে দিতে চায় বা সম্পূর্ণটা রান্না করে বিলাতে বা খাওয়াতে চায় তাহলে বণ্টনের প্রয়োজন নেই।