কোরবানীর জন্তুর বয়স প্রসঙ্গে

  • বকরী,খাসী,ভেড়া,ভেড়ী,দুম্বা কম পক্ষে পূর্ণ এক বৎসর হতে হবে।তবে ভেড়া, ভেড়ী ও দুম্বার বয়স যদি কিছু কমও হয় কিন্তু এরূপ মোটা তাজা হয় যে,এক বৎসর বয়সীদের মধ্যে ছেড়ে দিলেও তাদের চেয়ে ছোট মনে হয় না, তাহলে তার দ্বারা কোরবানী দুরস্ত আছে;তবে অন্তত: ছয়মাস বয়স হতে হবে।বকরীর ক্ষেত্রে এরূপ ব্যতিক্রম নেই।বকরী কোন অবস্থায় এক বৎসরের কম বয়সের হতে পারবে না।
  • গরু ও মহিষের বয়স কম পক্ষে দুই বৎসর হতে হবে।
  • উট-এর বয়স কম পক্ষে পাঁচ বৎসর হতে হবে।