কাদের উপর কোরবানি দেয়া ওয়াজিব

  • ১০ই জিলহজ্বের ফজর থেকে ১২ই জিলহজ্বের সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ,কোরবানির দিনগুলোতে যার নিকট সদকায়ে ফিতর/ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কোরবানী করা ওয়াজিব।
  • মুসাফিরের উপর (সফরের হালতে থাকলে)কোরবানী করা ওয়াজিব হয়না।
  • কোরবানি ওয়াজিব না হলেও নফল কুরবানি করলে কোরবানীর ছওয়াব পাওয়া যাবে।
  • কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়-সন্তানাদি,মাতা-পিতা ও স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না, তবে তাদের পক্ষ থেকে করলে তা নফল কুরবানি হবে।
  • যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানীর নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানী করা তার উপর ওয়াজিব হয়ে যায়।
  • কোন মকসূদের জন্য কোরবানীর মান্নত করলে সেই মকসূদ পূর্ণ হলে তার উপর (গরীব হোক বা ধনী)কোরবানি করা ওয়াজিব হয়ে যায়।
  • যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরীর মূল্য সদকা করা ওয়াজিব।