ফিতরার মাসায়েল

সদকাতুল ফিতরের পরিমাণ: গম ও আটার হিসেবে অর্ধ সা' (১৬৫০ গ্রাম) বা তার সমমূল্য। খেজুর, কিশমিশ, জবের হিসেবে এক সা' (৩৩০০ গ্রাম) কিংবা তার সমমূল্য।

 

কখন আদায় করবেন: সদকাতুল ফিতর আদায় করার দুটো সময় আছে। একটি হলো উত্তম সময়, অন্যটি বৈধ সময়। আদায় করার উত্তম সময় হলো ঈদের নামাজের আগে আদায় করা। যেমন হাদিসে এসেছে, 'ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন।' (মুসলিম শরিফ)

 

ফিতরা কাকে দেবেন: যারা জাকাত গ্রহণের উপযুক্ত এমন অভাবী লোকদের সদকাতুল ফিতর প্রদান করতে হবে। একজন দরিদ্র মানুষকে একাধিক ফিতরা দেওয়া যেমন জায়েজ, তেমনি একটি ফিতরা বণ্টন করে একাধিক মানুষকে দেওয়াও জায়েজ।