ফিতরার গুরুত্ব

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসুলুল্লাহ (সা.) রোজাদারের জন্য সদকাতুল ফিতর আদায় অপরিহার্য করে দিয়েছেন। যা রোজাদারের অনর্থক, অশ্লীল কথা ও কাজ পরিশুদ্ধকারী এবং অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা হিসেবে পরিগণিত। যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটা আদায় করবে, তা সদকাতুল ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যে ঈদের নামাজের পর আদায় করবে, তা অপরাপর (নফল) সদকা হিসেবে গৃহীত হবে।' (আবু দাউদ)

 

সদকাতুল ফিতর কার ওপর ওয়াজিব:

সদকাতুল ফিতর ওই ব্যক্তির ওপর ওয়াজিব, যে ঈদের দিন ভোরে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হিসেবে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রৌপ্য বা সমপরিমাণ সম্পদের মালিক। যার ওপর সদকাতুল ফিতর ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন, তেমনি নিজের পোষ্যদের পক্ষ থেকেও আদায় করবেন। অবশ্য এখানে একটি কথা উল্লেখ্য যে শরিয়তের নীতি হচ্ছে এই নিসাব পরিমাণ স্বর্ণ ও রৌপ্যের মধ্যে যে জিনিসের মূল্য কম হবে, সেটাই জাকাত এবং ফিতরার নিসাব বা পরিমাণ হিসেবে ধরতে হবে।